kabir suman wants to contest from Jadavpur

যাদবপুর থেকে নির্দল প্রার্থী হতে চান কবীর সুমন

প্রত্যাশা মত তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি। তাই লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কবীর সুমন। ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কবীর সুমন জানিয়েছেন, শরীর সায় দিলে যাদবপুরেই নির্দল প্রার্থী হবেন তিনি।

তৃণমূলের টিকিটে সাংসদ হওয়ার দেড় বছরের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কবীর সুমন। প্রথমে বাক-যুদ্ধ, তারপর রীতিমতো আক্রমণ। এর মাস ছয়েকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্কের ইতি।

সম্পর্কের ইতি হলেও কিন্তু কবীর সুমনকে বহিষ্কার করার পথে হাঁটেনি তৃণমূল কংগ্রেস। কার্যত এক ঘরে করে রেখে দেওয়ারই কৌশল নেন তৃণমূল নেত্রী। অন্যদিকে কবীর সুমনও এক সময় সাংসদ পদ থেকে পদত্যাগের হুমকি দিলেও শেষদিন পর্যন্ত সাংসদ থেকেই গিয়েছেন। বুধবারের পর থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবেই সম্পর্কের ইতি। তবে তৃণমূলের সঙ্গে সম্পর্কের ইতি হলেও এখনও রাজনীতির ময়দান ছাড়তে নারাজ কবীর সুমন। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে কবীর সুমন জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চান তিনি।

First Published: Thursday, March 6, 2014, 18:42


comments powered by Disqus