Last Updated: January 25, 2013 22:52

তিনি গানওয়ালা বটে, কিন্তু আসলে তিনি গণ আন্দোলনের কর্মী। একদা গণ আন্দোলনে যোগ দিয়ে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সামিল হবেন গণ আন্দোলনে। নিজের গানের সংকলনের অষ্টম খণ্ড প্রকাশের আগে এভাবেই প্রতিক্রিয়া জানালেন কবীর সুমন। এবছর বইমেলায় প্রকাশিত হচ্ছে সুমনের গানের নতুন সংকলন।
সিঙ্গুর থেকে নোনাডাঙা, সবকিছুই উঠে এসেছে তাঁর গানে। কখনও লালমোহন টুডু, কখনও জাগরী বাস্কেকে নিয়ে গান বেঁধেছেন কবীর সুমন। এবার বইমেলায় প্রকাশিত হচ্ছে কবীর সুমনের গানের সংকলনের অষ্টম খন্ড।
কবীর সুমনের কোনও গানের স্বরলিপি নেই। পরবর্তী সময়ে স্বরলিপির ওপর বই তৈরির ইচ্ছা রয়েছে গানওয়ালার। এই বছর বইমেলায় প্রকাশনা সংস্থা সপ্তর্ষি থেকে পাওয়া যাবে কবীর সুমনের এই বই।
First Published: Friday, January 25, 2013, 22:52