সংস্কৃতি সমন্বয় মঞ্চে বিস্ফোরক চিঠি কবীর সুমনের

সংস্কৃতি সমন্বয় মঞ্চে বিস্ফোরক চিঠি কবীর সুমনের

সংস্কৃতি সমন্বয় মঞ্চে বিস্ফোরক চিঠি কবীর সুমনেরফের মুখ খুললেন তৃণমূল সাংসদ কবীর সুমন। শিল্পজগতের মানুষদের মত বিনিময়ের জন্য তৈরি সংস্কৃতি সমন্বয় মঞ্চের প্রথম কনভেনশনে নিজে উপস্থিত না থাকলেও একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেই বিস্ফোরক চিঠির ছত্রে ছত্রে রয়েছে বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা। তাঁর বক্তব্য, রাজ্যের কৃষকরা ঋণের দায়ে আত্মঘাতী হলেও তা মানছে না রাজ্য সরকার। তাঁর আশঙ্কা, শিক্ষাক্ষেত্রে বাহুবলীদের আস্ফালন শিক্ষাব্যবস্থাকেই ভেঙে ফেলতে পারে। দলবাজি, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত ক্ষমতাবানদের মাতব্বরি ও গা জোয়ারি যখন সব কিছুকে গ্রাস করতে চাইছে, তখন সাংস্কৃতিক প্রতিরোধ একান্ত জরুরি। 
 
এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনায় সরব হয়েছেন তিনি। রবিবারের সংস্কৃতি সমন্বয়ের মঞ্চে পাঠানো চিঠিতেও প্রতিফলিত হয়েছে তাঁর সরকার বিদ্বেষ।





First Published: Monday, March 12, 2012, 09:21


comments powered by Disqus