এক হ্যায় ভারত, এক ভারত কা সচিন

এক হ্যায় ভারত, এক ভারত কা সচিন

এক হ্যায় ভারত, এক ভারত কা সচিনসারা দেশ ডুবে রয়েছে সচিন জ্বরে। যে যার নিজের মতো করে সচিন প্রেমে মত্ত সবাই। এবার তাঁকে নিয়ে অ্যানথেম রচনা করে ফেললেন কৈলাস খের। গোটা এক মাস তাঁর ওয়েবসাইট থেকে বিনা পয়সায় ডাউনলোড করা যাবে এই গান।

আগামী ১৪ নভেম্বর থেকে কৈলাসের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে সচিন অ্যানথেম। ওই দিনই ওয়াংখেড়েতে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন সচিন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে কৈলাস জানান, "আমরা এখন গানের ভিডিও শুট করছি। ১৩ নভেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে ভিডিও। ১৪ নভেম্বর থেকে ইউটিউব চ্যানেলে চলে আসবে। এক মাস আমাদের সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে সচিন অ্যানথেম।"

গানের কথা, `এক হ্যায় সমন্দর, এক চান্দ, এক সুরজ, এক হ্যায় হিমালয়, এক হ্যায় গগন, এক হ্যায় ভারত, এক ভারত কা সচিন।` কৈলাস জানালেন, "আমি ৩ দিনে গানটা শেষ করেছি। আমি সচিনের বিরাট ভক্ত। ২০১২ সালে যখন বাংলাদেশে শততম শতরানটি করেন তখন থেকেই ভেবেছিলাম সচিনকে নিয়ে গান লিখব। আমি সেদিন ঢাকার স্টেডিয়ামে বসে সচিনের শতরান দেখেছিলাম।"

First Published: Tuesday, November 12, 2013, 12:18


comments powered by Disqus