Last Updated: April 9, 2012 15:01

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কয়েকটি জেলায় শুরু হয়েছে কালবৈশাখী। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে অবস্থিত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে শুক্রবার থেকে ঘন ঘন কালবৈশাখী আছড়ে পড়ছে রাজ্যে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে কখনও কখনও বজ্রবিদ্যুত্ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।
First Published: Monday, April 9, 2012, 19:59