Last Updated: May 24, 2014 18:53

তীব্র দহন জ্বালার অবসান? প্রখর দারুণ দীর্ঘ দগ্ধ দিনের শেষে শান্তির বারির অপেক্ষা। কলকাতার জন্য স্বস্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ সন্ধে কিংবা রাতের দিকেই বজ্রবিদ্যুত্স্হ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কলকাতায়। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলের দিকে ঢুকছে জলীয় বাষ্প ভরা মেঘ। সেকারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
একই সঙ্গে আগামিকাল কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখী সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেও।নিম্নচাপের কারণে আগামী তিন চারদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
First Published: Saturday, May 24, 2014, 18:53