Last Updated: June 12, 2014 20:23
কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন ব্যাহত। প্রবল ঝড়ে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া কড লাইনে ট্রেন চলাচল বন্ধ। চন্দনপুরে দাঁড়িয়ে আপ রাজধানী এক্সপ্রেস। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। ঝড়বৃষ্টিতে লাইনের একাংশে জল। ব্যাহত মেট্রো চলাচলও।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Thursday, June 12, 2014, 20:23