Last Updated: October 25, 2011 23:41

শুরু হয়ে গেল আলোর উত্সব। সন্ধে হতেই আতসবাজির বর্ণিল ছ্বটায় ভাসল মহানগরীর আকাশ
শুধু এ রাজ্যই নয়, আলোর উত্সবে মেতে উঠেছে গোটা দেশ। প্রদীপের নরম আলো আর বাজির রোশনাই স্পষ্ট করে দিচ্ছে শ্যামাসাধনায় রাজ্যবাসীর আগ্রহের অধিরতা। শক্তির আরাধনা। কোথাও চোদ্দো প্রদীপের নরম আলো। কোথাও এলইডি-র ঝলসানি। রাতের আকাশে কোথাও আবার বাজির রোশনাই। পুজোর আয়োজন থেকে প্রতিমা। জাঁকজমকে কোনও খামতি নেই কোথাও। একে একে দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পাট চুকিয়ে বাঙালি এবার উত্সব পর্বের শেষ ধাপে। তাই উত্সবের রেশটুকু চুটিয়ে উপভোগ করে নিতে বাঙালি এবার শ্যামাসাধনায়।
First Published: Wednesday, October 26, 2011, 22:09