কলীপুজোর প্রস্তুতি তুঙ্গে, Kalipuja preperation in full swing

কলীপুজোর প্রস্তুতি তুঙ্গে

কলীপুজোর প্রস্তুতি তুঙ্গেমাঝে আর মাত্র একটা দিন। বেশকিছু প্রতিমা ইতিমধ্যেই রওনা হয়ে গেছে মণ্ডপের উদ্দেশ্যে। কুমোরপাড়ায় শেষ মুহুর্তের ব্যস্ততা। কোথাও চলেছে প্রতিমার সজ্জার কাজ আবার কোথাও শেষ মুহুর্তে অর্ডার পাওয়া প্রতিমাতে রুপদানের কাজ ব্যস্ত হাতে সারছেন শিল্পীরা। মাঝে আর মাত্র একটা দিন। বেশকিছু প্রতিমা ইতিমধ্যেই রওনা হয়ে গেছে মণ্ডপের উদ্দেশ্যে। কুমোরপাড়ায় শেষ মুহুর্তের ব্যস্ততা। কোথাও চলেছে প্রতিমার সজ্জার কাজ আবার কোথাও শেষ মুহুর্তে অর্ডার পাওয়া প্রতিমাতে রুপদানের কাজ ব্যস্ত হাতে সারছেন শিল্পীরা। কুমোরপাড়া থেকে মণ্ডপের পথে প্রতিমা। কোথাও গাড়িতে চড়ে কোথাও আবার কাঁধে চেপে। তবে বেশ কিছু প্রতিমার সজ্জার কাজ এখনোও বাকি। সেই কাজই দ্রুত হাতে সারছেন শিল্পীরা। কুমোরপাড়ার ব্যস্ততা,প্রতিমার মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা সবমিলিয়ে আসন্ন দীপাবলীর প্রস্তুতি তুঙ্গে।


First Published: Monday, October 24, 2011, 18:20


comments powered by Disqus