ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ কালিস

ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ কালিস

ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ কালিসআইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ হলেন নাইটদের অন্যতম সেরা অস্ত্র জ্যাক কালিস। বললেন, এই অসি অলরাউন্ডারের উপস্থিতি যে কোনও মুহূর্তে ম্যাচের গতিমুখ বদলে দিতে পারে।

গতকাল কালিস স্বীকার করে নিয়েছেন আজকের ম্যাচে যদি ওয়াটসন খেলেন তাহলে নাইটদের কাছে সেটি `বিগ ফ্যাক্টর` হবে।

কিং খান আর শিল্পা শেঠির দল গত আইপিএলে সহাই মান সিং স্টেডিয়াম শেষবার মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা রাজস্থান রয়্যালসের কাছে ২২ রানে পরাজিত হয়েছিল।

সেই ম্যাচের ব্যর্থতা স্বীকার করে নিয়ে কালিস জানিয়েছেন গত বারের থেকে আজকের ম্যাচের প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে এ বছর নাইটদের শক্তি আর দূর্বলতা বদলে গেছে। তাছাড়া প্রথম ম্যাচের জয় তাঁদের বাড়তি আত্মবিশ্বাস জোগান দিয়েছে বলেও রবিবার সাংবাদিকদের জানান কালিস।

তবে এর সঙ্গেই আইপিএল সব ধরনের ক্রিকেটে কিছু সদর্থক পরিবর্তন এনেছে বলে দাবি করেছেন কালিস।









First Published: Monday, April 8, 2013, 17:33


comments powered by Disqus