Last Updated: March 18, 2014 20:23

শেষ অবধি কমনওয়লেথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কালমাদিকে লোকসভা ভোটে প্রার্থী করল না কংগ্রেস। মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় প্রার্থীপদ ঘোষণা করল কংগ্রেস। তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী কে হবে না তা এখনও ঘোষিত হল না। জল্পনা শেষ হয়ে গেল আজহারউদ্দিনকে নিয়ে। এ রাজ্যে নয় আজহারউদ্দিন কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজস্থান থেকে। রাজস্থানের সোয়াই মাধেপুর কেন্দ্র থেকে লড়বেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।
দার্জিলিং কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুজয় ঘটক। দিল্লির চাঁদনি চকে প্রার্থী কপিল সিব্বল।
কেন্দ্রীয় মন্ত্রী সিপি যোশি লড়ছেন ছত্তিশগড়ের মহাসমুন্দ থেকে। আজমির থেকে লড়বেন সচিন পাইলট। অজয় মাকেন লড়বেন নতুন দিল্লি কেন্দ্র থেকে।
First Published: Tuesday, March 18, 2014, 21:28