Last Updated: January 20, 2012 18:27

ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতির পদ থেকে পদত্যাগ না করলেও, আপাতত এই পদ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন সুরেশ কালমাদি। কমলওয়েলথ কেলেঙ্কারিতে জড়িত কালমাদি বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান। তীব্র সমালোচনার মুখে পড়েই সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ এই ক্রীড়া প্রশাসক। কার্যকরী সভাপতি বিজয় কুমার মালহোত্রাকে লেখা এক চিঠিতে, কালমাদি জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি হিসাবে বিজয় কুমার মালহোত্রা যেন কাজ চালিয়ে যান। কেননা তার পক্ষে দীর্ঘসময় এই কাজের সঙ্গে যুক্ত থাকা সম্ভব হবে না। কালমাদির থেকে চিঠি পেয়ে, আইওএ-এর সভাপতি হিসাবে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকেও জানিয়ে দিয়েছেন কার্যকরী সভাপতি বিজয় কুমার মালহোত্রা।
First Published: Friday, January 20, 2012, 18:27