Kalna college

বিদ্যুৎ সংযোগ কাটা পড়ল কালনা কলেজের হোস্টেলে

হোস্টেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম সংকটে কালনা কলেজের আবাসিক ছাত্ররা। গতকাল বিকেলে হোস্টেলের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা। কর্মীদের অভিযোগ ইলেকট্রিক বিল বাবদ বকেয়া টাকার পরিমান একান্ন হাজার টাকা। দীর্ঘ কয়েকমাস ধরেই জমা পড়েনি হোস্টেলের ইলেকট্রিক বিল।

উল্টোদিকে আবাসিক ছাত্রদের দাবি, তারা নিয়মকরেই প্রতিমাসে হোস্টেলের টাকা জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে। এরপরেই কলেজ চত্বরেই বিক্ষোভ দেখান আবাসিক পড়ুয়ারা। সাময়িকভাবে একটি জেনারেটরের ব্যবস্থা হলেও রাত থেকে পুরোপুরি নিষ্প্রদীপ হোস্টেল। গোটা ঘটনায় হোস্টেল সুপারের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছে আবাসিক পড়ুয়ারা।

First Published: Saturday, May 31, 2014, 11:08


comments powered by Disqus