রেলের কাজ শুরু হয়নি, ক্ষোভ জমছে মেমারিতে

রেলের কাজ শুরু হয়নি, ক্ষোভ জমছে মেমারিতে

Tag:  KALNA RAIL PROBLEM
রেলের কাজ শুরু হয়নি, ক্ষোভ জমছে মেমারিতেরেলমন্ত্রী থাকাকালীন মেমারি থেকে মন্তেশ্বর পর্যন্ত রেলপথের প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, আজও সেখানে শুরু হয়নি কাজ। প্রতিশ্রুতি থেকে গিয়েছে খাতায় কলমেই। স্বভাবতই ক্ষোভ দানা বেঁধেছে মন্তেশ্বরের মানুষের মধ্যে।

রেলমন্ত্রী থাকাকালীন মেমারি থেকে মন্তেশ্বর পর্যন্ত নতুন রেলপথের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জমি মাপজোকের কাজও হয়েছে। কিন্তু, ওই পর্যন্তই। রেললাইন পাতার কাজ এক ইঞ্চিও এগোয়নি গত এক বছরে। স্বভাবতই ক্ষোভ দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে।
 
কালনার মন্তেশ্বরের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। চিকিত্সা বা যেকোনও প্রয়োজনে মন্তেশ্বরের মানুষের ভরসা বাস। আর মন্তেশ্বর থেকে বাসরুটে কালনার দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার। প্রায় সমদূরত্বে রয়েছে বর্ধমান। এই পরিস্থিতিতে প্রস্তাবিত রেলপথের দিকেই তাকিয়ে রয়েছেন মন্তেশ্বরের মানুষ।

First Published: Friday, April 20, 2012, 17:12


comments powered by Disqus