আজ কল্পতরু উত্‍সব

আজ কল্পতরু উত্‍সব

আজ কল্পতরু উত্‍সবতখন মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তাঁর শরীরে। কলকাতার কাছে এক সুদৃশ্য বাগানবাড়িতে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। ওই সময়ই ১৮৮৬ সালের পয়লা জানুয়ারির বিকেলে শরীর কিছুটা ভাল বোধ করায় বাগানে বেড়াচ্ছিলেন রামকৃষ্ণদেব। ভক্তদের স্পর্শ করে পরমহংসদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। কথিত আছে, যারা যারা সেই পবিত্র স্পর্শ পেয়েছিলেন তাঁরা ভগবান লাভ করেছিলেন। সেইজন্যই এই দিনটি কল্পতরু দিবসরূপে খ্যাত।   

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতে আজ পালিত হচ্ছে কল্পতরু উত্‍সব। কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ-সহ দেশের প্রায় সর্বত্রই আয়োজন করা হয়েছে এই উত্সবের।





First Published: Sunday, January 1, 2012, 10:25


comments powered by Disqus