কল্পতরু উৎসবে মাতোয়ারা কাশীপুর, দক্ষিণেশ্বর

কল্পতরু উৎসবে মাতোয়ারা কাশীপুর, দক্ষিণেশ্বর

কল্পতরু উৎসবে মাতোয়ারা কাশীপুর, দক্ষিণেশ্বরআজ কল্পতরু উত্‍সব। কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর। নতুন বছরের প্রথম দিনটিতে দু জায়গাতেই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে।

আঠেরোশো পঁচাশির এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো ছিয়াশির পনেরোই অগাস্ট পর্যন্ত জীবদ্দশার শেষলগ্নে কাশীপুর উদ্যানবাটীতে ছিলেন শ্রী রামকৃষ্ণ। আঠেরোশো ছিয়াশির পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। পূরণ করেছিলেন ভক্তদের মনোস্কামনা। সে কথাকে মনে রেখেই আজকের দিনটি পালন করা হয়। কাশীপুর উদ্যানবাটিতে প্রতিবছর প্রায় চার লক্ষ ভক্ত সমাগম হয়।

First Published: Tuesday, January 1, 2013, 10:16


comments powered by Disqus