পাহাড়ের সাংসদ জসবন্তকে অশ্লীল অঙ্গভঙ্গি কল্যাণের

পাহাড়ের সাংসদ জসবন্তকে অশ্লীল অঙ্গভঙ্গি কল্যাণের

পাহাড়ের সাংসদ জসবন্তকে অশ্লীল অঙ্গভঙ্গি কল্যাণের গোর্খাল্যান্ড ইস্যুতে এবার উত্তাল হল লোকসভা। পাহাড় নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা বন্ধ হওয়া উচিত নয়। আলোচনা জারি রাখার দায়িত্ব কেন্দ্র, রাজ্য এবং মোর্চা তিনপক্ষেরই। আজ লোকসভায় এমনই বক্তব্য রাখেন দার্জিলিংয়ের সাংসদ জসবন্ত সিং।

তিনি আরও বলেন, রাজ্য সরকারের হুমকির কারণে পাহাড় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরপরই লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদরা। জসবন্ত সিংকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, এরজন্য ক্ষমা চাইতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

First Published: Wednesday, August 14, 2013, 14:49


comments powered by Disqus