Last Updated: July 2, 2013 18:43

কাল থেকে কামদুনি কাণ্ডের বিচার শুরু হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে। আজ আদালতে পেশ করা হয় কামদুনির ধর্ষণ ও খুনের ঘটনার ছয় অভিযুক্তকে। শনিবারই সফিকুল, আনসার আলি, গোপাল, ভোলা, আমিনুর ও ইমানুলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি।
আজ তাদের বারাসত আদালতে পেশ করে পুলিস।অভিযুক্তদের ফাঁসির দাবিতে সকাল থেকে কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। করা হয় মিছিলও।
First Published: Tuesday, July 2, 2013, 18:43