Last Updated: July 24, 2013 21:42

কামদুনি মামলার শুনানি প্রক্রিয়া শেষ হল কলকাতা হাইকোর্টে। তবে মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি অসীমকুমার রায়। কামদুনি মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য। অভিযুক্তদের আইনজীবী বারাসত আদালত থেকে মামলা সরানোর আবেদন জানান। অভিযুক্তদের আবেদন সমর্থন করে রাজ্য সরকার।
এ দিন সারদা কাণ্ড এবং গার্ডেনরিচ গুলিচালনার মামলার কথা উল্লেখ করে নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন আদালত চত্বরের বিক্ষোভ মামলা সরানোর কারণ হতে পারেনা। বাইশে জুলাই বারাসত আদালতে কামদুনি মামলার রায়ের কপি উদ্ধৃত করে তিনি আদালতকে জানান অভিযুক্তরা আইনজীবী পাচ্ছেন না সেটাও ঠিক নয়। সবপক্ষের বক্তব্য শোনার পর বুধবার বিচারপতি বলেন, বিষয়টি স্পর্শকাতর, দ্রুত এই মামলার রায় জানানো হবে।
First Published: Wednesday, July 24, 2013, 21:42