কামদুনি মামলা আজ গুরুত্বপূর্ণ নির্দেশ কোর্টের

কামদুনি মামলা আজ গুরুত্বপূর্ণ নির্দেশ কোর্টের

কামদুনি মামলা আজ গুরুত্বপূর্ণ নির্দেশ কোর্টেরকামদুনি মামলা নিয়ে আজ গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি বারাসত আদালতেই হবে কিনা, তা হয়তো আজই স্পষ্ট হয়ে যাবে। বিচারপতি অসীম কুমার রায়ের এজলাসে বেলা দুটো নাগাদ এই মামলার শুনানি রয়েছে।

তখনই হয়ত বিচারপতি নির্দেশ দেবেন যে মামলার শুনানি বারাসত আদালতেই হবে নাকি অন্যত্র সরানো হবে।

First Published: Wednesday, August 7, 2013, 09:58


comments powered by Disqus