Last Updated: October 20, 2013 18:02

আগুন লেগে পুড়ে গেল অপরিশোধিত তেলভর্তি মালগাড়ি। পশ্চিম কানাডার গেইনফোর্ড আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় সেটিতে।
পেট্রোলিয়াম ও তেল বোঝাই থাকায় মুহুর্তের মধ্যে আগুনের বলে পরিনত হয়।তবে, মালগাড়িতে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর নেই। গেইনফোর্ডের আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। দুর্ঘটর্নার কারণ নিয়ে এখনও ধন্দে রেলওয়ে কর্তৃপক্ষ।
First Published: Sunday, October 20, 2013, 18:02