Last Updated: March 31, 2014 12:53

-----------------------------------------------------------------------
কুইন-সিনেমায় দুরন্ত অভিনয়ে প্রশংসার ঢেউয়ে ভেসে এখন কঙ্গনা রানওয়াত সাফল্যের সপ্তম স্বর্গে। কিন্তু সাফল্যের পথে এখনও হোঁচট না খেলেও র্যাম্পে সেটাই হল বলিউডের নতুন কুইনের। উইলস লাইফস্টাইল ইন্ডিয়ান ফ্যাশানের গ্রান্ড ফিনালে কঙ্গনা ছিলেন বড় আকর্ষণ। ডিডাইনার নম্রতা জোশিপুরারে পোশাক পরে হাঁটছিলেন কঙ্গনা।
কালো রঙের অফ শোল্ডার গাউন পরে যখন কঙ্গনা র্যাম্পে প্রবেশ করলেন, তখন চারিদিকে হাততালি। কিন্তু কঙ্গনা হাঁটা শুরু করতেই বিপত্তি। গাউনের কাপড় জড়িয়ে যায় পায়ে, সামনে কিছু হোঁচটা খেয়ে পড়েন। একেবারে পাকা মড়েল, বহুবার র্যাম্পে হাঁটা কঙ্গনা তখন রীতিমত দিশাহারা। কোনওরকমে হাঁটা শেষ করেন।
এই খবর, ছবি ওয়েবে প্রকাশ করতেই দেখার হিড়িক পড়ে যায়।
First Published: Monday, March 31, 2014, 12:53