Last Updated: September 22, 2013 10:54

কাঁকিনাড়ায় বাড়িতে ঢুকে মা ও দুই ছেলেকে গুলি করল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও এক ছেলের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্য আর এক ছেলে। আজ ভোররাতে ঘটনাটি ঘটে কাঁকিনাড়া এলাকায়।
অভিযোগ দীর্ঘদিন ধরে দুই দুষ্কৃতী দলের মধ্যে এলাকা দখলের লড়াই চলছে। গত এক মাসে জগদ্দল এলাকায় ছটি খুন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিস পুরোপুরি নিষ্ক্রিয়। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিধায়কও।
First Published: Sunday, September 22, 2013, 16:02