Last Updated: February 28, 2014 11:32

রাজনীতিক হিসেবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। তবে কবি মহলেও যথেষ্ট পরিচিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। লোকসভা ভোটের আগে এবার কবিতা আর রাজনীতিকে তিনি মিলিয়ে দিতে চান। এবার তাঁর কবিতায় সুরের ছোঁয়া। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা এবার গানে প্রকাশ করতে চান কেন্দ্রীয় মন্ত্রী। কপিল সিব্বলের কবিতায় সুর দিচ্ছেন এ আর রহমান। এই দুই মিলেই জন্ম নিচ্ছে রওনাক। কপিল সিব্বল- এ আর রহমানের নতুন অ্যালবাম।
রওনাকে প্রত্যেকটি গানই কপিল সিব্বলের লেখা। বলিউড অভিনেতা সলমান খান কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলের কাব্যে মুগ্ধ। রওনাক অ্যালবামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ মঞ্চে এসে সাল্লু জানান " এই গানগুলি অসাধারণ, রহমান নিজের জায়গায় তাঁর মতো হলেও কপিল স্যার বিস্ময়কর"।
First Published: Friday, February 28, 2014, 11:32