Last Updated: September 12, 2012 21:52

কেন্দ্রীয় সরকার নয়, দেশজোড়া দুর্নীতির জন্য দায়ী রাজ্য সরকারগুলি। একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে এমনই যুক্তি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। একই সঙ্গে কয়লাকাণ্ডে যেভাবে সংসদ অচল হয়েছিল, তার জন্য বিরোধীদের বিরুদ্ধেও তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
দুর্নীতি থেকে দেশের আর্থিক উন্নয়ন, সব ইস্যুতেই রাজ্য ও বিরোধীদের কোর্টে বল ঠেলে দিয়েছেন সিব্বল। টুজি কাণ্ড থেকে শুরু করে কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি। একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা দ্বিতীয় ইউপিএ সরকার। এই পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে কেন্দ্রকে ক্লিনচিট দিয়ে পাল্টা রাজ্যগুলিকেই দায়ী করলেন কপিল সিব্বল। কলকাতায় বণিকসভার এক আলোচনাচক্রে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, দেশজোড়া দুর্নীতির জন্য রাজ্য সরকারগুলিই দায়ী।
কয়লা ব্লক বন্টনে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সংসদের বাদল অধিবেশন কার্যত পণ্ড হয়ে যায়। বণিকসভার আলোচনাচক্রে এই ইস্যুতে বিরোধীদেরও এক হাত নেন সিব্বল। তাঁর মতে রাজনৈতিক ফায়দার জন্যই বিরোধীরা সংসদ অচল করে রেখেছিল। যার মাসুল গুণতে হয়েছে গোটা দেশকে।
এর আগেও বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন সিব্বল। কিন্তু বুধবার যেভাবে তিনি দুর্নীতির প্রশ্নে কেন্দ্রের দায় এড়িয়ে রাজ্য সরকারগুলির ঘাড়ে দোষ চাপালেন , তার জেরে নতুন বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Wednesday, September 12, 2012, 21:52