Last Updated: June 9, 2014 09:13

ফের পাকিস্তানে বড়সড় জঙ্গি হামলা। রবিবার রাত এগারোটা নাগাদ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাল দশ বন্দুকবাজ। রাতভর চলল গুলির লড়াই। তবে ভোর রাতে পাক সেনাবাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হল জঙ্গিরা।
হামলায় দশ জঙ্গি সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহত বহু। গতরাতের হামলায় দুটি বিমান ক্ষতিগ্রস্ত। একটি বিমানে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা।
বিমানবন্দরের তেলের ডিপোও আগুনে প্রায় ভস্মীভূত হয়ে যায় বলে খবর। জঙ্গি হামলার পরপরই সমস্ত উড়ান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পাক সেনাবাহিনী। বিমানবন্দর ঘিরে রেখে গুলি চালায় তারা।
ভোরের দিকে জঙ্গিদের মৃত্যুর পর বিমানবন্দরের দখল নেয় সেনাবাহিনী। নিহত জঙ্গিদের থেকে প্রচুর অস্ত্র,গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর ঘিরে রেখেছে পাক সেনাবাহিনী। চিরুনি তল্লাসি চালানো হচ্ছে বিমানবন্দরে।
First Published: Monday, June 9, 2014, 11:10