Last Updated: January 17, 2013 21:59

আজ ক্যানিং পূর্বের বিধায়ক রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে যান সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। মিনিট দশেক কথাও হয় রেজ্জাক মোল্লার সঙ্গে। যতদিন প্রয়োজন রেজ্জাক মোল্লা হাসপাতালে থাকবেন বলেও জানান তিনি।
কেন্দ্রের ডিজেলের মূল্য আংশিক বিনিয়ন্ত্রণের সিদ্ধান্তের কড়া সমালোচনা করল সিপিআইএম। সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট জানিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আক্রমণ। ডিজেলে মূল্য বিনিয়ন্ত্রণের অর্থ লাগাতার ডিজেলের দাম বাড়া।
ভাঙড়কাণ্ডে আরাবুল ইসলামকে গ্রেফতারের ঘটনা সরকারের প্রথম পদক্ষেপ। তবে আইন যেন আইনের পথে চলে। রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনার সুবিচার হয়। বললেন সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। পূর্ব ক্যানিংয়ের বিধায়ক রেজ্জাক মোল্লাকে দেখতে আজ হাসপাতালে যান প্রকাশ কারাট। হাসপাতাল থেকে বেরিয়ে এই মন্তব্য করেন তিনি।
First Published: Thursday, January 17, 2013, 21:59