ছড়িয়ে পড়ছে খরজুনার আগুন

ছড়িয়ে পড়ছে খরজুনার আগুন

ছড়িয়ে পড়ছে খরজুনার আগুনখরজুনার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাগুলিতেও। ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিস সুপারের মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করবেন পাশের গ্রাম ফুলশিখরের মহিলারা। খরজুনায় মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সহবাসের তত্ত্ব খাড়া করেছিলেন মুর্শিদাবাদের পুলিস সুপার হুমায়ুন কবীর।

যা ঘিরে তোলপাড় রাজ্যজুড়ে। পুলিস ধর্ষণকে আড়াল করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। ফুলশিখর গ্রামের মহিলাদের দাবি, পুলিস সুপারকে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে। পুলিস সুপারের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।  





First Published: Thursday, June 27, 2013, 10:22


comments powered by Disqus