Last Updated: March 20, 2013 17:46

আগামী ৫ মে এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে কর্নাটকে। বুধবার এই কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ৮ মে নির্বাচনের ফল ঘোষণা হবে। নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি নির্বাচনী আচরণ বিধিও জারি করেছে কমিশন।
২২৪ জন বিধায়কের কর্নাটক বিধানসভা কাজ করতে পারবে ৩ জুন পর্যন্ত। গতকাল আর কে সিং-এর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। দক্ষিণের রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সুষ্টু ভাবে হওয়ার বিষয়ে আলোচনা হয় তাঁদের বৈঠকে।
দক্ষিণ ভারতে একমাত্র কর্নাটকেই এখন বিজেপি শাসন। দক্ষিণের অবিসংবাদী বিজেপি নেতা বি এস ইয়াদুরাপ্পা দল ছাড়ার পর থেকে রাজ্যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
এক নজরে নির্বাচনী নির্ঘণ্ট:
মনোনয়নপত্র জমা দেওয়া শুরু- ১০ এপ্রিল
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ- ১৭ এপ্রিল
জামানত জমা দেওয়ার তারিখ- ১৮ এপ্রিল
মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ- ২০ এপ্রিল
ভোট- ৫ মে
গণনা- ৮ মে
First Published: Wednesday, March 20, 2013, 17:46