Last Updated: January 3, 2013 19:00

ডিএমকের হাল ধরার দায়িত্ব ছোট ছেলেকে দিতে চান এম করুণানিধি। আজ দলীয় কর্মীদের সভায় স্ট্যালিনকেই দলের উত্তরাধিকার বেছে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি।
ওই সভায় পিএমকে ছেড়ে ডিএমকেতে যোগ দেন প্রায় দুই হাজার কর্মী। এর আগেও একাধিকবার স্ট্যালিনকে দলের দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন করুণা। দুই হাজার নয় সালে রাজ্যে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় স্ট্যালিনকেই। করুণানিধির বড় ছেলে আলাগিরি অবশ্য দলের দায়িত্ব নেওয়ার দাবিদার। প্রকাশ্যেই আলাগিরি জানিয়েছেন, বাবা ছাড়া আর কাউকে তিনি দলের নেতা মেনে নেবেন না।
First Published: Thursday, January 3, 2013, 19:00