Last Updated: October 31, 2013 10:28

কাশীপুর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম রবিকুমার সাউ। গতকাল রাতে তাকে হাওড়া থেকে গ্রেফতার করে পুলিস। গতকালই বর্ধমান থেকে আরও এক অভিযুক্ত পিন্টুপ্রসাদ সাউকে গ্রেফতার করেছে পুলিস। অন্য অভিযুক্ত যুবক সঞ্জীব সাউয়ের খোঁজে তল্লাসি চলছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে।
এই ঘটনায় পুলিসের কাছে এক যুবতী অভিযোগ করেন, তাঁকে তিনজন মিলে ধর্ষণ করেছে৷ ঘটনার তদন্তে নেমে দুটি হাসপাতালে যুবতীর মেডিক্যাল পরীক্ষা করায় পুলিস৷ সোমবার শিয়ালদহ আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দীও দেন তিনি৷
প্রসঙ্গত, গত রবিবার রবিবার রাতে কাশীপুর থানায় ধর্ষণের অভিযোগ জানায় এক যুবতী। সেই যুবতীর অভিযোগ ছিল রাজারহাটের চিনার পার্কের কাছে কাশীপুর যাওয়ার জন্য একটি শাটল গাড়িতে ওঠেন তিনি৷ তাঁর দাবি ছিল গাড়িতে আগে থেকেই একজন অপরিচিত যুবক বসে ছিলেন৷ গাড়িতে ওঠার পর তিনি হঠাত্ই জ্ঞান হারান৷ নিউটাউনের একটি নার্সিংহোমে কাজ করেন৷মুর্শিদাবাদে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশে রবিবার দুপুরে নার্সিংহোম থেকে বের হন হন বলে অভিযোগ৷
First Published: Thursday, October 31, 2013, 10:28