Kashmir snowfall

তুষারপাত আর লোডসেডিংয়ে বিপর্যস্ত কাশ্মীর

তুষারপাত আর লোডসেডিংয়ে বিপর্যস্ত কাশ্মীর ফের বরফের চাদরে ঢাকা পড়ল কাশ্মীর। চলতি সপ্তাহে এই নিয়ে তিন বার তুষারপাত হল ভূস্বর্গে। টানা তুষারপাতের জেরে রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু জায়গাতেই তাপমাত্রা শূণ্য ডিগ্রির নিচে নেমে গিয়েছে। বরফে আটকে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে সহ রাস্তাগুলি।

সেই সঙ্গে উপত্যকার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে লোডসেডিং। মেশিনের সাহায্যে রাস্তায় জমা বরফ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। গোটা শীতে শ্রীনগরে সর্বাধিক তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি। তুষারপাতের জেরে বাধা পাচ্ছে ভূস্বর্গের বাণিজ্য।

First Published: Saturday, February 8, 2014, 13:15


comments powered by Disqus