Last Updated: June 28, 2013 18:01

টম ক্রুজের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে একসময়ের তোলপাড় হয়েছিল মিডিয়া। তারপর জল গড়িয়েছে অনেক। তাঁদের বিচ্ছেদের পরও কেটে গেছে এক বছর। তারপর থেকেই `সিঙ্গলহুড` উপভোগ করছেন কেটি হোমস। এবার সেই এক বছর উদযাপন করতে চলেছেন কেটি। সূত্রের খবর, নিউ ইয়র্কের ম্যানহাটনে জেন হোটেলে একান্ত ঘনিষ্ঠদের সঙ্গে বিচ্ছেদের বর্ষপূর্তি পালন করতে চলেছেন তিনি।
এই একবছর প্রচুর ব্যস্ততায় কেটেছে কেটির। ব্রডওয়ে নাটক ডিড অ্যাকাউন্টসে অভিনয় করেছেন। ম্যানিয়া ডেজ ছবির শুটিংও চলছে। মেয়ে সুরিকে বড় করাতো রয়েছেই। তবে এখনই নতুন কোনও সম্পর্কে জড়াতে চাইছেন না কেটি। একটি মার্কিনি ম্যাগাজিনের খবর অনুযায়ী, প্রেমের সম্পর্ক থেকে এখন দূরেই থাকতে চান তিনি। মেয়ে সুরিই এখন কেটির একমাত্র প্রাধান্য।
First Published: Friday, June 28, 2013, 18:01