Last Updated: March 28, 2013 13:10

সাজা মকুবের আর্জি জানাবেন না মুন্নাইভাই। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। তবে আজই তাঁর সাজা মকুবের জন্য পৃথকভাবে সর্বোচ্চ আদালত এবং রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মার্কেণ্ডেয় কাটজু। তাঁর মতে, ইতিমধ্যেই যথেষ্ট সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্তের পাশাপাশি ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে অপর অভিযুক্ত জেবুন্নিসারও সাজা মকুবের আর্জি জানাতে চলেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু। এবিষয়ে আজই রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ আদালতে চিঠি দেবেন তিন।
First Published: Thursday, March 28, 2013, 13:10