Last Updated: July 4, 2014 09:24

বৈষ্ণদেবীর মূল প্রবেশ পথ কাটরার সঙ্গে আজ থেকে রেল পথে যুক্ত হল গোটা দেশ। দীর্ঘ প্রতিক্ষার পর চালু হল উধমপুর থেকে কাটরা পর্যন্ত রেল পথ। আজ প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল পথের উদ্বোধন করেন।
বাজেটের ঠিক আগে এই রেলপথ উদ্বোধনকে বড় চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল। আটের দশকেই জম্মু-কাশ্মীরে রেল লাইন তৈরির কথা ঘোষণা করে কেন্দ্র। অটল বিহারী বাজপেয়ীর আমলে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষিত হয় এই রেল প্রকল্প। ইউপিএ আমলেও থেমে থাকেনি কাজ। জম্মু থেকে উধমপুর পর্যন্ত ট্রেন চলতে শুরু করে দু হাজার পাঁচ থেকেই। শুক্রবার থেকে ট্রেন চলবে কাটরা পর্যন্ত। প্রতিবছরই কয়েকলক্ষ তীর্থ যাত্রী কাটরা হয়ে বৈষ্ণদেবী দর্শনে যান। নতুন এই রেল পথ তাদের কষ্ট অনেকটাই লাঘব করবে। তবে দুর্গম পাহাড় কেটে রেল লাইন তৈরি করা অবশ্য রীতিমতো চ্যালেঞ্জ ছিল রেলের কাছে
২৫ কিমি দীর্ঘ রেল পথে রয়েছে ১০টি টানেল ও ২৯টি ছোট বড় ব্রিজ। গত বছর থেকে ট্রেন চলছে বানিহাল থেকে বারামুলা পর্যন্ত। কাজ চলছে কাটরা - বানিহাল রেল লাইনের। সেই কাজ সম্পূর্ণ হলে জম্মু কাশ্মীর দেশের অন্যান্য অংশের সঙ্গে রেল পথে যুক্ত হবে।
First Published: Friday, July 4, 2014, 11:41