Last Updated: May 5, 2012 13:58

হাসপাতালের সুপারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কাটোয়া হাসপাতালের সুপার সোমনাথ মুখার্জির অভিযোগ হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে নিয়ে তাকে ফোনে হুমকি দেয় তৃণমূল কর্মী অর্ক মণ্ডল।
অভিযোগ, টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি দূর্নীতিতে করছেন বলেও ফোনে হুমকি দেওয়া হয়। তৃণমূল ভবন থেকে তাকে ফোন করা হচ্ছে বলে জানান ওই কর্মী। এই ঘটনায় কাটোয়া থানায় ও এসডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কর্মী অর্ক মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
First Published: Saturday, May 5, 2012, 13:58