বিক্ষোভ কর্মসুচিতে অরবিন্দ কেজরিয়াল

বিক্ষোভ কর্মসুচিতে অরবিন্দ কেজরিয়াল

বিক্ষোভ কর্মসুচিতে অরবিন্দ কেজরিয়ালধৃত সঙ্গীসাথীদের হয়রানির প্রতিবাদে সোমবার ফের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন অরবিন্দ কেজরিয়াল। পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে আজ বিক্ষোভ দেখাবেন অরবিন্দ কেজরিয়াল এবং তাঁর অনুগামীরা। ২৬ অগাস্ট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় ধৃতদের যাতে কোনওভাবে হয়রান না করা হয়, সেই দাবি জানাবেন তাঁরা।

কয়লা ব্লক বন্টনে দুর্নীতির প্রতিবাদ করায় অরবিন্দ কেজরিয়াল, প্রশান্ত ভূষণ, মণীশ সিসোদিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এবং পুলিসি হেফাজতে ধৃতদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ। আজকের বিক্ষোভ কর্মসূচিতে কিরণ বেদী যদিও থাকছেন না।

দুর্নীতি বিরোধী সংগঠনের সদস্য বৈভব কুমার জানিয়েছেন তাঁরা জামিন নাওয়ার থেকে জেলে যেতে পছন্দ করবেন। তিনি অভিযোগ করেন, পুলিস তাঁদের সদস্যদের হেনস্থা করছে। তিনি বলেন, "কেজরিয়াল ও আন্যান্য নেতারা পুলিসকে অনুরোধ করবেন তাঁদের গ্রেফতার করুক কিন্তু হেনস্থা না করুক"।

First Published: Monday, September 3, 2012, 11:18


comments powered by Disqus