Last Updated: September 24, 2013 13:16

নাইরোবির ওয়েস্ট গেট শপিং মলে গিয়েছিলেন এক অনুষ্ঠানের সঞ্চালনা করতে। গর্ভে ছিল তিন মাসের সন্তান। কিন্তু জঙ্গিদের নির্মমতা শেষ অবধি তাঁর প্রাণ গেল। তিনি ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। পেশায় নাইরোবির এক জনপ্রিয় এফএম স্টেশনের রেডিও জকি। তাঁর নাম রুহিলা আদিতা সুদ।
রেডিওয়ে তাঁর শো শুনতে অধীর অপেক্ষায় থাকত নাইরোবি। তাঁর শোকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য মাঝে মাঝে হিন্দিও বলতেন। খেতে ভালবাসতেন ভারতীয় খাবার।
First Published: Tuesday, September 24, 2013, 13:16