কেতুগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত এক

কেতুগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত এক

কেতুগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত একরাজ্যজুড়ে সন্ত্রাসের মাঝে আরও এক ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন তিনজন। মৃতের নাম উত্তম মণ্ডল। আজ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামের রসুইগ্রামে। মাস চারেক আগে জব কার্ড নিয়ে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ। আজ গাজন মেলা উপলক্ষে জমায়েত হয় তৃণমূলের দুই গোষ্ঠী।

অভিযোগ, সেই সময় আচমকাই এক গোষ্ঠীর সমর্থকেরা লাঠি, টাঙ্গি নিয়ে হামলা চালায় অন্য গোষ্ঠীর সমর্থকদের ওপর। সংঘর্ষে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম মণ্ডলের। আহতদের কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Friday, April 12, 2013, 20:20


comments powered by Disqus