উত্তেজক যৌনমিলন নয়, গরম চায়ের কাপেই সম্পর্কের উত্তাপ খুঁজে পান মহিলারা

উত্তেজক যৌনমিলন নয়, গরম চায়ের কাপেই সম্পর্কের উত্তাপ খুঁজে পান মহিলারা

Tag:  Health Sex Tea Coffee Relation
উত্তেজক যৌনমিলন নয়, গরম চায়ের কাপেই সম্পর্কের উত্তাপ খুঁজে পান মহিলারা  উত্তেজক যৌনমিলন নয়, সঙ্গীর হাতে বানানো এক কাপ গরম চা বা কফির মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পর্কের উষ্ণতা। কল্পকথা নয়, বাস্তবে এমনটাই মনে করেন বেশিরভাগ মহিলাটা। নয়া এক গবেষণায় উঠে এসেছে এমনই অবাক করা তথ্য।

কোনও কোনও সময় ভালবাসার গালভরা দু`চার কথার থেকে ভালবসাপূর্ণ আচরণ আসলে অনে্লেবেশি মনে দাগ কেটে দিয়ে যায়। বলছেন ডঃ জাকুই গ্যাব, যাঁর নেতৃত্বে এই গবেষণাটি হয়েছে। ডঃ গ্যাব-এর দাবি `মুখে আই লাভ ইউ` বলার থেকে আচার আচরণে ভালবাসা প্রকাশ করা কোনও অংশে কম কাজ দেয় না।

এক সঙ্গে চা বা কফি হাতে বিছানায় আধশোয়া হয়ে একসঙ্গে টিভি দেখার মধ্যে অনেক বেশি রোম্যান্টিকতা খুঁজে পান মহিলারা। বলছে সমীক্ষা।

এই গবেষণায় উঠে এসেছে সন্তান হীন দম্পতিরা আসলে যাদের সন্তান আছে তাদের থেকে নিজেদের সম্পর্ক নিয়ে অনেক বেশি খুশি ও সুখী হন। কারণ তারা নিজেদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারেন।

First Published: Tuesday, January 14, 2014, 19:14


comments powered by Disqus