পশু চিকিত্‍সকের দেহ উদ্ধার খড়গপুরে

পশু চিকিত্‍সকের দেহ উদ্ধার খড়গপুরে

Tag:  kharagpur murder
পশু চিকিত্‍সকের দেহ উদ্ধার খড়গপুরেএক পশু চিকিত্সকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরের গোলাগেড়িয়া এলাকায়। সোমবার সকালে এলাকার একটি ক্যানেলের পাশে উদ্ধার হয়েছে রাজেন্দ্রনাথ টু়ডুর দেহ। হাত-পা বাঁধা এবং মুখে প্লাস্টিক চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় দেহটি। পাশেই দাঁড় করানো ছিল রাজেন্দ্রনাথবাবুর মোটরবাইকটি। জানা গিয়েছে গোপালী রাঙামেটিয়া পাঁচ নম্বর অঞ্চলে বাড়ি রাজেন্দ্রনাথ টুডুর। রবিবার সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। খড়গপুর গ্রামীণ থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

First Published: Monday, April 9, 2012, 16:30


comments powered by Disqus