Last Updated: February 24, 2013 20:18

কাহানি ছবিতে পুলিস অফিসারের ভূমিকায় নজর কেড়েছিলেন খরাজ মুখোপাধ্যায়। এর মধ্যেই ছবির সিক্যোয়েল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক সুজয় ঘোষ। তবে সেই সিক্যোয়েলে হয়তো থাকবেন না খরাজ। অবশ্য তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই খরাজের।
কাহানির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা ইতিমধ্যেই সিক্যোয়েলের প্রস্তাব পেলেও পরিচালক বা প্রযোজকদের থেকে এখনও কোনও প্রস্তাব আসেনি খরাজের কাছে। খরাজের বক্তব্য, কাহানির সিক্যোয়েল হয়তো সম্পূর্ণ গল্পো থাকবে, নতুন চরিত্রের প্রয়োজন হবে। তাই তাঁর চরিত্রের দরকার নাও থাকতে পারে।
আপাতত পরিচালক সৌমিক চ্যাটার্জির আগামী ছবির শুটিং নিয়ে ব্যস্ত খরাজ। এই ছবিতে প্রথম বার তাঁর ছেলে বিহুর সঙ্গে অভিনয় করবেন খরাজ। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে কেকলি ও অলীক সুখ।
First Published: Sunday, February 24, 2013, 20:18