Last Updated: June 8, 2012 18:00

খড়দায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলেরই দুই কর্মীকে গ্রেফতার করল পুলিস। লব ও কুশ নামে ওই দুই তৃণমূল কর্মীকে ডানলপ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিস।
বৃহস্পতিবার রাতে কল্যাণনগরে বোমা মেরে, গুলি করে খুন করা হয় নিতাই দাশগুপ্ত নামের ওই তৃণমূল কর্মীকে। এলাকা দখলকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাত সাড়ে এগারোট নাগাদ নিতাই দাশগুপ্তর বাড়ির সামনে বাইকে চেপে হাজির হয় কয়েকজন যুবক। সেই সময় নিতাইবাবু বাড়িতে ঢুকছিলেন। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে গুরুতর আহত হন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
First Published: Friday, June 8, 2012, 18:00