Last Updated: August 22, 2013 16:58

শান্তিকেতনের খোয়াইয়ের ওপর অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। খোয়াইয়ের ওপর কিছুদিন ধরে নির্মাণ কাজ চালাচ্ছিল একটি বেসরকারি সংস্থা। এনিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শিল্পী যোগেন চৌধুরী।
সেই মামলার রায়ে বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে, শান্তিকেতনের মতো ঐতিহ্যবাহী জায়গায় ভবিষ্যতেও কোনওরকম নির্মান করা যাবে না। যে নির্মাণ ইতিমধ্যেই হয়েছে একমাসের মধ্যেই তা ভেঙে ফেলতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
First Published: Thursday, August 22, 2013, 16:58