আত্মসমর্পণ করল খোঁড়া বাদশা, সিআইডির ব্যর্থতা নিয়ে প্রশ্ন

আত্মসমর্পণ করল খোঁড়া বাদশা, সিআইডির ব্যর্থতা নিয়ে প্রশ্ন

আত্মসমর্পণ করল খোঁড়া বাদশা, সিআইডির ব্যর্থতা নিয়ে প্রশ্নআত্মসমর্পণ করল সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশা। ওই ঘটনায় দেড়শোরও বেশি মানুষের মৃত্যুর পর থেকেই ফেরার ছিল সে। ঘটনার দিন মগরাহাটের ধনপোতা গ্রামেই ছিল খোঁড়া বাদশা। দীর্ঘ একমাস ধরে তার খোঁজে তল্লাসি চালাচ্ছিল পুলিস। আজ সকাল পৌনে ১০টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করে খোঁড়া বাদশা। আজই তাকে আদালতে তুলতে পারে পুলিস। বাদশা আত্মসমর্পণ করতেই আদালত চত্বরে নিরাপত্তা  আঁটোসাঁটো করা হয়েছে। সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।  অন্যদিকে এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে সিআইডির ভূমিকা নিয়েও। রাজ্যেই গা ঢাকা দিয়ে থাকা সত্ত্বেও কেন খোঁড়া বাদশাকে গ্রেফতার করা সম্ভব হল না, তা নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণেই একমাস ধরে খোঁড়া বাদশাকে গ্রেফতার করতে পারেনি সিআইডি।





First Published: Monday, January 30, 2012, 11:44


comments powered by Disqus