Last Updated: November 16, 2013 22:21
নারকোটিক্স বিভাগের বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠল বর্ধমানে। বর্ধমানের কালনায় এক সবজি বিক্রেতাকে গাঁজা বিক্রির অভিযোগ ধরে নিয়ে যায় পাঁচ ব্যক্তি। বাজারের অন্যান্যদের কাছে তাঁরা নিজেদের নারকোটিক্স দফতরের কর্মী বলে পরিচয় দেন। কিন্তু এর পর আর খুঁজে পাওয়া যায়না ওই সবজি বিক্রেতা।
সবজি বিক্রেতার মায়ের অভিযোগ ঘণ্টা আটেক পর তাদের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। বলা হয় টাকা পৌঁছে দিতে হবে কল্যাণী স্টেশনে। এরপরেই সন্দেহ হওয়ায় ঘটনাটি পুলিসকে জানায় সবজি বিক্রেতার পরিবার। অভিযোগ দায়ের হয় কালনা থানায়। পুলিসও যায় কল্যাণী স্টেশনে। কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায়নি। আবার কিছুক্ষণ পর, টাকা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার ফোন আসে। সেই সময় পুলিস আর এগোয়না, বরং পুলিসের অভিযুক্তের মা কে জানিয়ে দেয় তাঁর ছেলেকে তুলে নিয়ে গেছে নারকোটিক্স বিভাগের কর্মীরাই।
First Published: Saturday, November 16, 2013, 22:21