Kiev warns of war as Russia gets ready to invade Ukraine

ওবামার অনুরোধ সত্ত্বেও ইউক্রেনে সেনা প্রত্যাহারে নারাজ রাশিয়া, যুদ্ধের সম্ভাবনা প্রবল

ক্রমশ কি যুদ্ধের দিকে এগোচ্ছে ইউক্রেন? মার্কিন প্রেসিডেন্টের অনুরোধের পরেও সেনা প্রত্যাহারে নারাজ রাশিয়া। গতকাল রুশ পার্লামেন্টের অনুমতি পেয়েই ইউক্রেনের ক্রিমিয়ায় বাড়তি সেনা পাঠিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ায় বাড়তি ৬ হাজার সেনা এবং ৩০ টি সাঁজোয়া যান পাঠিয়েছে রাশিয়া। ক্রিমিয়া সীমান্তে দুটি নৌজাহাজও দেখা গেছে বলে দাবি ইউক্রেন সরকারেরর।

গতকালই টেলিফোনে পুতিনকে সেনা প্রত্যাহারের অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টেলিফোনে দুই প্রেসিডেন্টের ঘণ্টা দেড়েক কথা হয়। ইউক্রেনে সেনা পাঠিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে দাবি করেছে আমেরিকা। ইউক্রেনের রুশভাষীদের স্বার্থরক্ষায় তাঁরা দায়বদ্ধ বলে জানিয়ে দিয়েছে রাশিয়াও। রুশ সেনার মোকাবিলায় তাঁরা তৈরি বলে জানিয়েছে ইউক্রেনও।

আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধানের আবেদন জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোয় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় কূটনৈতিক তত্পরতাও বাড়িয়েছেআমেরিকাও। ইউরোপ, কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছেন কেরি। ইতিমধ্যেই মস্কোর নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে কানাডা।

First Published: Sunday, March 2, 2014, 13:41


comments powered by Disqus