Last Updated: October 25, 2012 17:43

কিংফিশার এয়ারলাইন্সের অচলাবস্থা কাটল। ২৫ দিনের মাথায় উঠল ধর্মঘট। কর্তৃপক্ষ চার মাসের বেতন দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। ডিসেম্বরের মধ্যেই এই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত দশমাস ধরে একের পর এক উড়ান বাতিল এবং কর্মীদের বেতন দিতে পারছিল না বিমান পরিবহণ সংস্থাটি।
তবে অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী অজিত সিং জানান, বেতন সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে এয়ারলাইন্সের। তাদের উচিত সেগুলোর সমাধান করা। কর্মচারীদের মত অন্য সংস্থাদের বকেয়া টাকা মেটাবার তোড়জোড় শুরু করা উচিত কিংফিশারের।
ক্ষতির পরিমাণ আটহাজার কোটি টাকা। তার ওপর প্রায় সাড়ে সাতহাজার কোটি টাকা ঋণের বোঝা। সবমিলিয়ে গত দশমাস ধরে চরম আর্থিক সঙ্কটে কিংফিশার এয়ারলাইন্স। পরিস্থিতি সামলাতে না পেরে প্রতিনিয়ত উড়ানের সংখ্যা কমাতে শুরু করে বিমান পরিবহণ সংস্থাটি। কিন্তু, তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। কোপ পড়ে কর্মীদের বেতনেও। একের পর এক উড়ান বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। বারবার আলোচনাতেও বেরিয়ে আসেনি কোনও সমাধানসূত্র।
First Published: Thursday, October 25, 2012, 17:43