কিংফিশারের উদ্ধারের জন্য ২টি বিদেশি সংস্থার সঙ্গে আলোচনায় মালিয়া

কিংফিশারের উদ্ধারের জন্য ২টি বিদেশি সংস্থার সঙ্গে আলোচনায় মালিয়া

কিংফিশারের উদ্ধারের জন্য ২টি বিদেশি সংস্থার সঙ্গে আলোচনায় মালিয়াঋণের ভারে জর্জরিত কিংফিশার এয়ারলাইন্সকে টেনে তুলতে অবশেষে দুটি বিদেশি অসামরিক বিমান সংস্থার সঙ্গে আলোচনা শুরু করলেন সংস্থার কর্ণধার বিজয় মালিয়া। তবে কোন কোন বিমান সংস্থার সঙ্গে আলোচনা চলছে সে বিষয়ে মালিয়া কিছু না জানালেও সূত্রে খবর, ব্রিটিশ এয়ারওয়েজ ও আইবেরিয়া-র মিলিত সংস্থা, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (আইএজি)-এর সঙ্গে আলোচনা শুরু করেছেন মালিয়া।

একটি ব্রিটিশ দৈনিককে মালিয়া জানিয়েছেন, ভারতে অসামরিক বিমান সংস্থায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কেন্দ্রের পদক্ষেপের পর তিনি অনেকটা নিশ্চিন্ত। এবং কোনও বিদেশি বিমান সংস্থার নাম না করে তাঁর দাবি, কিংফিশারে বিনিয়োগের জন্য তৈরি বেশ কয়েকটি বিদেশি সংস্থা। ভারতীয় বিমান সংস্থায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষিত হলেই, তারা বিনিয়োগ করবে। বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি আলোচনায় তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন মালিয়া। তবে আইএজি ছাড়াও আরবের বিমান পরিবহণ সংস্থা `এতিহাদ`-এর সঙ্গেও আলোচনা চলছে বলে কিংফিশার এয়ারলাইন্স সূত্রে খবর।

বর্তমানে কিংফিশারের দেনার পরিমাণ ৬,৩০০ কোটি টাকা। বিমানচালক-সহ সংস্থার বহু কর্মীর বেতন না হওয়ায় অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রায় ৬৪টি উড়ান বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বিমানমন্ত্রী অজিত সিং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কিংফিশারকে আর্থিক সাহায্যের জন্য কোনও ব্যাঙ্ককে বলবে না সরকার। কারণ কিংফিশার একটি বেসরকারি সংস্থা।









First Published: Monday, February 27, 2012, 16:36


comments powered by Disqus