চুমু খাওয়া আমাদের মানায় না: সইফ

চুমু খাওয়া আমাদের মানায় না: সইফ

চুমু খাওয়া আমাদের মানায় না: সইফ কোন ছবিতে চুম্বন দৃশ্য কত লম্বা তাই নিয়ে গত কয়েক বছর ধরে চর্চা চলছে বলিউডে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে চুমু ছেঁটে ছোটও করতে হয়েছে, বাদও দিতে হয়েছে। বলিউডের প্রায় সব হিরোর মতোই অনস্ক্রিন চুমু খেয়েছেন সইফও। তবে ছবির প্রয়োজনে চুমু খেলেও ভারতীয় ছবিতে আদপেও চুমুর দরকার নেই বলে মনে করেন সইফ। তাঁর মতে বলিউডি ছবিতে চুমু মানায় না।

বিয়ের আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সইফ জানিয়েছিলেন, বিয়ের পর তিনি ও করিনা পর্দায় চুমু খাবেন না। তিনি বলেন, "এটা কোনও নিয়ম নয়। এটা সম্পর্কের একটা দায়বদ্ধতা। আমি হম তুম, নমস্তে লন্ডন ছবিতে চুমু খেয়েছি। তবে আমি মনে করি বলিউডের ছবিতে চুমুর কোনও দরকার নেই। আমাদের মানায় না। কেউ এটা সহজভাবে করতে পারে না। ভারতীয় দর্শকও পছন্দ করে না।"

টশন, জব উই মেট, থ্রি ইডিয়টস, হিরোইন ছবিতে চুমু খেয়েছিলেন করিনাও।

First Published: Friday, November 22, 2013, 23:53


comments powered by Disqus